কার্যপরিধি

MTEB একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং একটি কল্যাণমূলক সংস্থা যা মূলত বাংলাদেশের জনগনের কল্যাণে প্রয়োজনীয় থ্যালাসেমিয়া নির্মূল, স্ক্রীনিং এবং গবেষণা মূলক কার্যক্রম পরিচালনা করে স্বেচ্ছাসেবী ডাক্তার এবং সদস্যের মাধ্যমে।
এই অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে স্ক্রীনিং কার্যক্রম চালানোর জন্য ব্যবহারকারীকে অবশ্যই রক্তের প্রয়োজনীয় স্ক্রীনিং ফলাফল প্লাটফর্মটিতে নিবন্ধন করে আপলোড করতে হবে এবং পরবর্তীতে ব্যবহারকারীকে তার থ্যালাসেমিয়া পরীক্ষার ফলাফল এই অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে জানিয়ে দেয়া হবে।
এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে স্ক্রীনিং কার্যক্রম চালানোর জন্য আপনি আমাদের সহায়িকা পেজটি দেখতে পারেন
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৩ পালিত
সারাবিশ্বের মতো বাংলাদেশেও ৮ মে ২০২৩, সোমবার পালিত হয়েছে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৩। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া ফেডারেশন এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘বি অ্যাওয়ার, শেয়ার কেয়ার থ্যালাসেমিয়া: স্ট্রেনদেনিং এডুকেশন টু ব্রিজ দ্য থ্যালাসেমিয়া কেয়ার গ্যাপ। অর্থাৎ ‘থ্যালাসেমিয়া সম্পর্কে নিজে জানি, যত্মবান হই, সেবার গ্যাপ পূরণে জ্ঞান অর্জন করি।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান বলেন, দেশে মোট জনগোষ্ঠীর ১০ থেকে ১২ শতাংশ থ্যালাসেমিয়ার বাহক ও রোগী। সংখ্যা হিসাবে এক কোটি ৮০ লাখের মতো। এর সঙ্গে প্রতি বছর গড়ে সাত হাজার নতুন রোগী যোগ হচ্ছে। জিনগত রোগটির চিকিৎসা হচ্ছে বোনম্যারো ট্রান্সপ্লান্ট অথবা জিন থেরাপি দেওয়া। যেটি রোগীদের পক্ষে অসম্ভব।
তাই সবার আগে রোগ নির্মূলে গুরুত্ব দিতে হবে। বাহক ও রোগী শনাক্ত করতে হবে। রক্তের হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস পরীক্ষার মাধ্যমে সহজেই নির্ণয় করা যায়। বিএসএসএমইউতে থ্যালাসেমিয়া রিসার্চ অ্যান্ড স্কিনিং সেন্টার ও সেন্টারের ওয়েবসাইট (roktimsahara.com) করা হয়েছে। বিয়ের আগে তরুণ-তরুণীরা ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় পরামর্শ ও কার্যক্রমের মাধ্যমে রোগটি প্রতিরোধ করতে পারবে।